ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জয়পুরহাটে মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ

জয়পুরহাট: ট্রেন ও সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি-৩) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নাসির ইমাম রুমি বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি আরও জানান, অভিযানে চার হাজার পিস ডেক্সিন ট্যাবলেট, ১৬ কেজি ওজনের স্টিলের সামগ্রী, ২৫ কেজি কিসমিস, পোস্তদানা, ৬৮ কেজি জিরা ও একটি শাড়ি।

চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হবে বলেও জানান নাসির ইমাম।

‍বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।