ফেনী: এক লাখ টাকা মূল্যের ২ হাজার ১৫০টি জাল পোস্টাল অর্ডারসহ মো. নাছির উদ্দিন নামে এক আইনজীবীকে আটক করেছে ফেনী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ফেনীর প্রধান ডাকঘরে নিজের পরিচয় গোপন করে এসব পোস্টাল অর্ডার ভাঙাতে গেলে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সকাল ১১টায় আইনজীবী পরিচয় দানকারী শহিদুল ইসলাম সেবা নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সিলকৃত পঞ্চাশ টাকা মূল্যের ২ হাজার ১৫০টি পোস্টাল অর্ডার কাউন্টারে ভাঙাতে যায়। এ সময় পোস্টাল অপারেটার শহিদুল ইসলাম এগুলোকে জাল বলে চিহ্নিত করেন। অপারেটার পোস্টাল অর্ডারগুলো পোস্ট মাস্টার গোলাম মহিউদ্দিনের কাছে নিয়ে গেলে তিনিও এগুলোকে জাল হিসেবে নিশ্চিত করেন। পরে উক্ত প্রতারককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জব্দকৃত জাল পোস্টাল অর্ডারগুলোর মূল্য মান এক লাখ সাত হাজার টাকা।
আটক মো. নাছির উদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ধর্মপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি নিজেকে চট্টগ্রাম জজকোর্টের একজন আইনজীবী বলে দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ