ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ১১ লাখ ভারতীয় রুপিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ফেনীতে ১১ লাখ ভারতীয় রুপিসহ আটক ১ ফাইল ফটো

ফেনী: ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় ১১ লাখ ১৩ হাজার ৩৫৫ ভারতীয় রুপিসহ গিয়াস উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  
 
বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার মজুমদার হাট সীমান্ত ফাঁড়ির চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।  
 
আটক গিয়াস উদ্দিন ছাগলনাইয়া উপজেলার বাথানিয়া গ্রামের শামছুল হকের ছেলে।  
 
বিজিবি জানায়, বুধবার রাতে ভারতীয় রুপিসহ এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে -এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার ফাঁড়িগুলোতে বিশেষ নজর রাখা হয়। পরে উপজেলার বিলোনিয়ার স্থলবন্দর সংলগ্ন মজুমদারহাট চেকপোস্টে এক ব্যক্তিতে সন্দেহ হলে তল্লাশি চালায় বিজিবি। এ সময় তার কাছ থেকে ১১ লাখ ১৩ হাজার ৩৫৫ ভারতীয় রুপি, ১৫০ ডলার, কসমেটিক্স উদ্ধার করা হয়।
 
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ জুনাইদ আলম খান বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে পরশুরাম থানায় হন্তান্তর করা হয়েছে।
 
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, আটক আসামি থানা হেফাজতে রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।