ঢাকা: রাজধানীর ধোলাইপাড়, ধনিয়ার একটি বাড়িতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নাসরিন আক্তার আনিকা (১৮) নামে ওই নারীর গত আট মাস আগে বিয়ে হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনা প্রসঙ্গে তার স্বামী নজরুল ইসলাম আরবী বাংলানিউজকে বলেন, আমি একজন দোকান কর্মচারী। আট মাস আগে আমাদের বিয়ে হয়। আমাদের বাড়ি ৬২৪ পূর্ব ধোলাইপাড়, ধনিয়ায়। সেখানে একটি বাড়ির চতুর্থ তলায় আমরা ভাড়া থাকি।
তিনি বলেন, গত রাতে আমাদের মধ্যে ঝগড়া হয়। এরপর সকালে কাজে যাই আমি, দুপুরে শাশুড়ির কাছ থেকে খবর পেয়ে বাসায় গিয়ে দেখি ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আনিকা আত্মহত্যা করেছেন।
বর্তমানে মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এজেডএস/আইএ