ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আরো শ্রমিক নিতে সৌদির প্রতি আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরো শ্রমিক নিতে সৌদির প্রতি আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

ঢাকা: বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিতে সৌদি আরব সরকারকে আহবান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।  

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাইরির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্কে বিষয়ে আলোচনা হয়।

নুরুল ইসলাম বিএসসি সৌদি আরবের শ্রম আইন সংশোধন করায় সৌদি সরকারকে স্বাগত জানিয়ে বলেন,এই সংশোধিত আইন প্রবাসী শ্রমিকদের কল্যাণে আসবে।

এ সময় তিনি নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন ট্রেডে বাংলাদেশ থেকে আরও দক্ষ  ও আধাদক্ষ শ্রমিক নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান। এছাড়াও অধিক হারে নারী শ্রমিক নেওয়ার জন্য সে দেশের সরকারকে অনুরোধ জানান। বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সৌদি আরবে সফরের বিষয় নিয়ে আলোচনা হয়।

সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে কর্মী গ্রহণের বিষয়ে সৌদি সরকার সব সময় আন্তরিক ছিল এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনারও প্রতিশ্রুতি দেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি কর্মীদের আচার আচরণ ও কর্মদক্ষতার প্রতি সৌদি সরকার ও বিভিন্ন কোম্পানি সন্তুষ্ট। বর্তমানে প্রতিদিনই বাংলাদেশি নারী ও পুরুষ কর্মী সৌদি আরবে যাচ্ছে। আগামীতে যাতে বেশি করে এ কর্মী যেতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মুসলিম রাষ্ট্র হিসেবে সৌদি আরবের সাথে বাংলাদেশের একটি সু-সম্পর্ক সব সময় থাকবে।

মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র আসন্ন সৌদি আরবের সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ সফরটি বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও দুই দেশের সম্পর্কে আরো সুদৃঢ় করে তুলবে। এর মাধ্যমে সৌদিতে কর্মী প্রেরণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলোও সমাধান সম্ভব হবে।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার ইফতেখার হায়দার, যুগ্ম সচিব (কর্মসংস্থান ও শ্রম বাজার গবেষণা)  মো. আবদুর রউফ, যুগ্ম সচিব (কর্মসংস্থান ও পলিসি) কাজী আবুল কালাম, মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী এবং সৌদি আরবের চিফ অফ কনস্যুলেট ডিভিশনের কাউন্সেলর মি. খালিদ বকস্  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জেপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।