ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে স্মারকলিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার তিন যাত্রী মারা যাওয়ার ঘটনায় মৌলভীবাজার শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক করুণাময় রায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র বরাবরে এ স্মারকলিপি দেওয়া হয়।



এ সময় মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, ফেরদৌস আহমদ, হাসানাত কামাল, মো. মাহবুবুর রহমান রাহেল, সৈয়দ আব্দুল মোতালিব রঞ্জু, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, লেখক ও গবেষক মাহফুজুর রহমান, হাসিব হোসেন খান বাবু, রণধীর রায় কানু, ব্যবসায়ী সৈয়দ মুনিম আহমদ রিমন, শাহাদত আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

২৪ অক্টোবর (শনিবার) দুপুরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে ব্যাটারিচালিত রিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশার তিন যাত্রী একটি বীমা কোম্পানির গণগ্রামীণ বীমা বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার এলাকার অপারেশন ম্যানেজার কল্যাণময় রায় গৌতম, তার শ্যালিকার ৮ বছর বয়সী সন্তান গৌরভ সাহা ও রিকশা চালক কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার নওয়াহাটি গ্রামের ওসমান আলী ছেলে নুর আলী (৩৫) মারা যান।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।