সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে চালককে হত্যা করে ইউনিলিভার কোম্পানি লিমিটেডের মালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ছাইদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ছাইদুল নাটোর জেলার গুরুদাসপুর থানার জগেন্দ্রনগর গ্রামের আক্কাস আলীর ছেলে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল বাংলানিউজকে জানান, সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ওই ট্রাকটির মালামাল উদ্ধারসহ ৫ ডাকাতকে আটক করা হয়।
আটক ডাকাতরা হলেন-বনবাড়ীয়া গ্রামের ফজলুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩০), রফিকুল ইসলাম (১৮), একই এলাকার মৃত আবুল শেখের ছেলে শহিদুল ইসলাম (৪৮), সোবাহান মণ্ডলের ছেলে নূরুল ইসলাম (৪২) ও মৃত দিদার আলীর ছেলে আবু সায়েম (৩৬)।
আটকদের মধ্যে আব্দুর রাজ্জাকের দেওয়া তথ্যমতে ছাইদুলকে ধরতে নলকা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছাইদুল ও তার সহযোগীরা পুলিশের ওপর গুলিবর্ষণ চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ছাইদুল পায়ে গুলিবিদ্ধ হলে তাকে আটক করা হয়। তবে বাকিরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
২২ অক্টোবর (বৃহস্পতিবার) ভোর ৪টার দিকে শাহজাদপুর বাঘাবাড়ী ব্রিজ এলাকার বিন্নাবাড়ী এলাকায় চালক জাহাঙ্গীরকে শ্বাসরোধে হত্যা ও তার ছেলে সহকারী হাসানকে আহত করে ইউনিলিভার কোম্পানির মালামালসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায় একদল ডাকাত।
নিহত চালক জাহাঙ্গীর হোসেন (৪৫) বগুড়া জেলা সদরের ছোট কুমুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে হাসান বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ