নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে মনিরুল ইসলাম (১৮) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মনিরুল উপজেলার মাসিমপুর গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুরে বাগাতিপাড়া উপজেলার গালিম দিয়ারপাড়া এলাকার একটি লিচু বাগানে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় মনিরুলকে আটক করা হয়।
পরে, নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মনিরুলকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমজেড