নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে মনিরুল ইসলাম (১৮) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মনিরুল উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার গালিম দিয়ারপাড়া এলাকার একটি লিচু বাগানে মাদকবিরোধী এক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মনিরুলকে আটক করা হয়।
পরে মনিরুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএটি/টিআই