ঢাকা: সচিব আব্দুল মান্নান হাওলাদারকে মরিশাসের বাংলাদেশ হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ৫ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র আদেশ জারি করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত এ সচিবকে এর আগের আদেশে চাকরি থেকে সরাসরি অবসরে পাঠানো হয়।
সরকারের এ সচিবের আগামী ৪ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসএমএ/জেডএস