ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পরীক্ষার উত্তরপত্রের নমুনাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
বরিশালে পরীক্ষার উত্তরপত্রের নমুনাসহ আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন জালিয়াতি চক্রের ৪ সদস্যকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে নগরীর ঝাউতলা প্রথম গলি এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।


 
আটক সদস্যরা হলেন-পটুয়াখালী জেলার মহিপুর বন্দরের মো. মকবুল মুন্সির ছেলে মো. ইউসুফ মুন্সি (২৭), একই এলাকার নূর মোহাম্মদের ছেলে আনোয়ারুল হক (২৮), বরিশাল জেলার উজিরপুর উপজেলার নূর মোহাম্মদ মিয়ার ছেলে ধামুরা ডিগ্রি কলেজের ছাত্র মো. আজিজ (২৫) ও কাউনিয়া প্রধান সড়কের গোপাল চক্রবর্তীর ছেলে লিটন চক্রবর্তী (৩৮)।  

অভিযানে নেতৃত্ব দেওয়া নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার  আবু সাঈদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বিক্রি করার চেষ্টা চালাচ্ছে কতিপয় দ‍ুস্কৃতিকারী।

এজন্য তারা বিকেলে ঝাউতলা প্রথম গলির আলতাফ হোসেনের ভাড়াটিয়া জুয়েল মোল্লার বাসায় অভিযান চালান। এ সময় জুয়েলকে আটক করতে না পারলেও ওই ৪ জনকে আটক করেন তারা।
 
এ সময় সেখান থেকে ল্যাপটপ, কম্পিউটার, ৪টি প্রিন্টার, রাউটার, মডেম, পেন ড্রাইভ, ৬টি মোবাইল ফোন সেট, নগদ ১ লাখ টাকাসহ উত্তরপত্রের নমুনা, পরীক্ষার্থীদের আসন বিন্যাস ও প্রবেশপত্র জব্দ করা হয়।
 
এছাড়াও তারা যে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত এরকম বেশ কিছু আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এরা বিভিন্ন জনের কাছ থেকে পরীক্ষার উত্তর পত্র সরবরাহের নাম করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।