ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় চার্জশিট

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় চার্জশিট

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেছে পুলিশ।  
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মাদ বগুড়া জেলা আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

  
 
পুলিশ জানায়, ধুনটের উজালশিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাতায়াতের পথে একই গ্রামের আনিছার রহমান নামে এক বখাটে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে বখাটের অভিভাবকদের কাছে বিচার প্রার্থী হন ওই ছাত্রীর বাবা।  
 
এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বখাটে আনিছার। এর জের ধরে ১০ জুন দুপুরে বিদ্যালয়ে দুপুরের বিরতির সময় আনিছুর ওই ছাত্রীকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যান।
 
ঘটনার দিন বিকেলে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আনিছারসহ ছয় জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। এছাড়া অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
 
ধুনট উপজেলার উজালশিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল বারী বাংলানিউজকে জানান, ঘটনার পর থেকে স্কুলছাত্রীকে ফেরত পেতে আনিছারের পরিবারের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হয়। কিন্তু স্কুলছাত্রীকে ফেরত দিতে রাজী হয়নি তার অভিভাবকরা।
 
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মাদ বাংলানিউজকে জানান, মামলা তদন্তকালে দোষী সাব্যস্ত হওয়ায় প্রধান আসামি আনিছারসহ ছয় জনের বিরুদ্ধে বগুড়া আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।