ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় গুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
খুলনায় গুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত

খুলনা: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শহিদুল(৩৮) নামে তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার( ২৯ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর দৌলতপুর ইসলামী ব্যাংকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।



দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত শহিদুল নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা গাজী কামরুলের সহযোগী ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, শহিদুল দৌলতপুর ইসলামী ব্যাংকের সামনের সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা প্রাইভেটকারে এসে তাকে গুলি করে হত্যার পর পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমআরএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।