ঢাকা: শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পেতে বাংলাদেশের নাগরিকদের জন্য আঙুলের ছাপ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২ নভেম্বর থেকে এ পদ্ধতিতে ভিসা নিতে হবে।
সম্প্রতি এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কার্যালয়।
ইইউ দূতাবাস জানায়, শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের ক্ষেত্রে ভিসার আবেদনকারীদের পরিচয় সুরক্ষা, কাগজপত্র জালিয়াতি ও তথাকথিত ভিসা কেনাবেচা ঠেকাতে বিশ্বজুড়ে ভিআইএস পদ্ধতি চালু করেছে ইইউভুক্ত দেশগুলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়োমেট্রিক ডেটা পদ্ধতিতে ভিসার আবেদন করতে আবেদনকারীর আঙুলের ছাপ ও ডিজিটাল ফটোগ্রাফির প্রয়োজন হয়। সে কারণে ভিসা আবেদনকারীকেই সংশ্লিষ্ট দূতাবাস কিংবা অনুমোদিত আবেদন কেন্দ্রে আবেদন পত্র জমা দিতে হবে।
তবে শুধু স্বল্পমেয়াদী ভিসার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া পরবর্তী পাঁচ বছরের মধ্যে ভিসার আবেদন করলে ভিআইএস এ সংরক্ষিত আবেদনকারীর পূর্বের বায়োমেট্রিক ডেটা নেওয়া হবে।
এই বায়োমেট্রিক ডেটা গ্রহণের পদ্ধতি ছাড়া শেনজেন ভিসার বর্তমান ফি ও প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসছে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
তবে ১২ বছরের কম বয়সী শিশু, আঙুলের ছাপ দিতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তি এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি, রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা, রাষ্ট্রপ্রধান ও সরকারের সদস্যরা (তাদের সরকারি সফরসঙ্গী ও স্ত্রী/স্বামী) যদি সরকারি কাজে সফর করেন তবে তারা আঙুলের ছাপ দেওয়ার বাধ্যবাধকতার আওতায় পড়বেন না।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে এ পদ্ধতিতে আবেদন করতে হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জেপি/আরআই