নাটোর: নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড়ের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী শ্রাবন্তীর (০৭) আর বাবার কাছে যাওয়া হলো না।
বাবার কাছে যাওয়ার পথে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে শহরের হরিশপুর মোড়ে যাত্রীবাহী বাস চাপায় সে নিহত হয়।
স্থানীয়রা জানায়, জেলা শহরের কামারপাড়ার বাসা থেকে একাই পাশের হরিশপুর মোড়ে তার বাবার দোকানে যাচ্ছিলো শ্রাবন্তী। বাবার ঠিক দোকানের সামনে মহাসড়ক পার হওয়ার সময় রাজশাহী থেকে পাবনাগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (কুষ্টিয়া-ব ১১-০০৩৭) শ্রাবন্তীকে চাপা দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় শ্রাবন্তীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রাবন্তী হরিশপুর মোড়ের ভলকা নাইজিং ব্যবসায়ী নূর আলমের মেয়ে। নূর আলমের গ্রামের বাড়ি নাটোর সদরের লহ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে হলেও ব্যবসায়িক কারণে তিনি স্ত্রী-সন্তান নিয়ে নাটোর শহরে বসবাস করতেন।
দুর্ঘটনাটির পর তাৎক্ষণিকভাবে ওই শিশুকে রামেক হাসপাতালে নেওয়ার খবর পেয়েছেন বলে জানান রাজশাহী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
টিআই