বরিশাল: পলিথিন ব্যাগ রাখার দায়ে বরিশালের বাকেরগঞ্জে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার কালিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়।
সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মেসার্স কমল সাহা স্টোরের মালিক কমল সাহাকে ৪ হাজার টাকা, মেসার্স দত্ত স্টোরের মালিক তাপস কুমার দত্তকে ২ হাজার টাকা, মেসার্স বিপ্লব সাহা স্টোরের মালিক বিপ্লব সাহাকে ২ হাজার টাকা, রিপন সাহা স্টোরের মালিক রিপন সাহাকে ২ হাজার টাকা, মনোরঞ্জন স্টোরের মালিক শ্যামল সাহাকে ২ হাজার টাকা, বিনিময় বেকারির মালিক দুলাল জমাদ্দারকে ২ হাজার টাকা এবং মেসার্স মুদি স্টোরের মালিক ইউসুফ জমাদ্দারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাসের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র কেমিস্ট কাজী সুমন, সিনিয়র টেকনিশিয়ান মীর কাশেম মজুমদার, পরিদর্শক তোতা মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমজেড