চুয়াডাঙ্গা: চুযাডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিলগেট এলাকায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মীম (৬) নামে একটি শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন তার বাবা-মা।
শনিবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিম জেলা শহরের ফিরোজ রোডের বাসিন্দা কাজল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক শেখ আতিয়ার রহমান জানান, শনিবার দুপুরে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে আলমডাঙ্গা যাচ্ছিল মিম। পথে বন্ডবিলগেট এলাকায় এলে শ্যালো ইঞ্জিন চালিত একটি নসিমনের (স্থানীয়ভাবে ল্যাটাহাম্বার বলা হয়) সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মীমের। এ দুর্ঘটনায় তার মা তহমিনা খাতুন ও বাবা আহত হন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআই