বগুড়া: যুদ্ধাপরাধীদের পক্ষে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যের প্রতিবাদে বগুড়ায় সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাসদ’র জেলার আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, কিবরিয়া হোসেন, শ্যামল বর্মন, রাধা রানী বর্মন, শহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াতের সব কার্যক্রম বন্ধ করতে হবে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করার দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমবিএইচ/পিসি