ঢাকা: দেশের অগ্রযাত্রার সঙ্গে সমানভাবে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। প্রতিদিন, প্রতিমুহূর্তে এ বিষয়ে আমার কাছে তথ্য আসছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর শ্যামপুরের কদমতলি শিল্প এলাকায় আরআরএম গ্রুপের ‘টিএমটি ৫০০-৫৫০-ডব্লিউ’ উৎপাদন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে অতীতেও বহু ষড়যন্ত্র করা হয়েছে, সেইসময় আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তা মোকাবেলা করেছে। অতীতের মতো ভবিষতেও সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ ও জনগণ মিলে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কোনো ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পছন্দ করি না। কেউ যদি পেট্রোল বোমা বানাতে চান, সন্ত্রাস করতে চান- তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
শত বাধার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে আমরা মধ্যম আয়ের দেশের কাছাকাছি চলে এসেছি। টেকনাফ থেকে তেতুলিয়ার সব মানুষ বিশ্বাস করে, শেখ হাসিনা বেঁচে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
আরআরএম গ্রুপের তরুণ চেয়ারম্যানের এগিয়ে যাওয়া স্বপ্নের কারণে প্রতিষ্ঠানটি উত্তরোত্তর অগ্রগতি করছে, মন্তব্য করে মন্ত্রী বলেন, সরকার উৎপাদনকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। সেজন্য প্রধানমন্ত্রী শিল্পের জন্য বিদ্যুত উৎপাদনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
ভবিষ্যতে ভূমিকম্পের কথা চিন্তা করে সব ধরনের রি-রোলিং কোম্পানিগুলোকে ভূমিকম্প সহনীয় স্টিল তৈরির আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আর আগের মতো কেউ কোয়ালিটি না মেনে স্টিল তৈরি করতে পারবেন না।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ঢাকার রি-রোলিং মিলের সৃষ্টি এই কদমতলী থেকে শুরু হয়। এতে রানী রি-রোলিং স্টিল মিলের প্রতিষ্ঠার অবদান বেশি। এরপর দেশের বিভিন্ন এলাকায় এ শিল্প বিকাশ লাভ করে।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা কদমতলীতে মাদক, গাঁজা ও সন্ত্রাস দমনে আগের চেয়ে অনেক বেশি অগ্রগতি লাভ করেছে। এরজন্য স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর অবদান অনেক। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সারা দেশেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
আরআরএম গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম শুভ চৌধুরী।
এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, ঢাকা ওয়ারী জোনের ডিসি সৈয়দ নুরুল ইসলাম, রাজউকের প্রতিনিধি আসলামুল মাসুদ, এফবিসিসিআইয়ের পরিচালক হাবিব উল্লাহ ডন প্রমুখ।
আরআরএম গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, দেশে প্রথমবারের মতো বিশ্বের সর্বাধুনিক ডিএইচআর প্রযুক্তিতে সর্বোচ্চ সাইক্লিক লোডিংয়ে ভূমিকম্প সহনীয় স্টিল রানী টিএমটি ৫০০-৫৫০ ডব্লিউ গোল্ড ও ৪০-৬০ গ্রেড বার তৈরি করছে দ্য রানী রি-রোলিং মিলস লিমিটেড।
পণ্য উৎপাদনের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখা হচ্ছে। রানী টিএমটি ৫০০-৫৫০ ডব্লিউ উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাশ্রয় ও কার্বণ নিঃসরণ কমব। এতে পরিবেশ সুরক্ষিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
টিএইচ/এসএস