ঝিনাইদহ: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ঝিনাইদহ প্রবীণ হিতৈষী সংঘ’র উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে ‘নগর পরিবেশে প্রবীণদের অর্ন্তভুক্তি সুনিশ্চিতকরণ’ এই স্লোগানকে সামনে রেখে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবীণ হিতৈষী সংঘ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ।
এ সময় আরও বক্তব্য রাখেন-জেলা পরিষদ প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল মতিন, প্রাক্তন উপ-সচিব আবু বক্কর সিদ্দিক, প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার প্রতিষ্ঠাতা আমির হোসেন মালিতা, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
টিআই