ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

অসাংবিধানিক সরকার আনার চেষ্টা চলছে

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
অসাংবিধানিক সরকার আনার চেষ্টা চলছে ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদেশি হত্যাকাণ্ড, শিয়া সম্প্রদায়ের ওপর হামলার মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করে অসাংবিধানিক সরকারের ক্ষেত্র তৈরি চেষ্টা চলছে। এতে সহযোগিতা করছে উন্নয়ন সহযোগীরা।


 
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশীদ। ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন ও নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকটির আয়োজন করে রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট (রাত্রি)।
 
তিনি বলেন, দু’জন বিদেশিকে হত্যা করা হলো। হামলা করা হলো শিয়া সম্প্রদায়ের ওপর। এ হামলাগুলো আর কিছু না। এগুলো প্রতিষ্ঠিত গণতন্ত্রের ওপর আক্রমণ।

undefined

 
আবদুর রশীদ বলেন, সরকারের ভেতরে যদি অস্থিরতা সৃষ্টি করা যায়, তবে অসাংবিধানিক সরকার উত্থানের ক্ষেত্র তৈরি হয়। উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় এ ধরনের ক্ষেত্র তৈরিতে চেষ্টা চলছে। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে জীবনের নিরাপত্তা দিতে হবে। আর এজন্য যুদ্ধাপরাধীসহ বড় বড় অপরাধীদের বিচারের আওতায় আনতেই হবে।
 
তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের রাজনীতি চলছে। নিরাপত্তাকে জিম্মি করে চলছে এ রাজনীতি। নীরিহ মানুষকে হত্যা করে রাজনীতির নামে এ অপরাজনীতি বন্ধ করা দরকার।
 
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, অধ্যাপক ড. মেসবাহ কামাল, অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর, মুক্তিযুদ্ধ বিয়ষক গবেষক ড. এমএ হাসান, সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিক ওয়ালিউর রহমান, ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা জিয়াউল হাসান, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) জাফর ইমাম বীরবিক্রম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, অ্যাডভোকেট এএম আমিনুদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া ও  রাত্রির নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার।

বৈঠকটির সঞ্চালনা করেন ড. জিনাত হুদা অহিদ। বৈঠকে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামও উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
ইইউডি/এসএমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।