ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রতিপক্ষের গুলিতে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
সিলেটে প্রতিপক্ষের গুলিতে নিহত ২

সিলেট: সিলেটের কোম্পানিগঞ্জের দুলাইন বিল দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে দুইজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ১২ জন।



নিহতরা হলেন- সিলেটের কোম্পানিগঞ্জের বতুমারা গ্রামের আব্দুল খালেক (৫০) ও শেখ ফরিদ (৪৮)।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ছোট দুলাইন বিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ আব্দুল মালিক নামে আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, ছোট দুলাইন সিংগাইর বিলের একাংশে জেলা প্রশাসন কর্তৃক দেওয়া ইজারাদার স্থানীয় শিমুলতলা নওয়াগাঁওয়ের আব্দুল হক। আর বন বিভাগ কর্তৃক দুলাইন বিলের ইজারাদার বিএনপি নেতা তোরাব আলী।

শনিবার বিকেলে ছোট দুলাইন বিলের দখল নিতে তোরাব আলী হামলা চালালে সংঘর্ষ বাধে। তবে তোরাব পক্ষের হামলায় আব্দুল হক পক্ষ টিকতে না পেরে পালিয়ে যায়। এসময় এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনায় অন্তত ১২ জন আহত হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহুল আমিন বাংলানিউজকে জানান, দুলাইন বিলে জেলা প্রশাসন ও বন বিভাগের ইজারাদার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হলেও একজনের মরদেহ উদ্ধার করেছেন জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসএন/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।