ঢাকা: নারায়ণগঞ্জের বন্দর থানায় ড্রেনের কাজকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর বন্দরের জামাইপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, জামাইপাড়া এলাকার আল আমিনের বাড়ির সীমানা প্রাচীর ভাঙাকে কেন্দ্র করে এ সংর্ঘের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য বন্দর থানায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসজেএ/এমআইকে/বিএস