ঠাকুরগাঁও: `শিল্প-সংস্কৃতি-সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) জেলা সংসদ কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।
পরে জেলা সংসদ কার্যালয়ে সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন-উদীচী শিল্পী গোষ্ঠীর কর্মী প্রত্যূষ কুমার চ্যার্টাজী, অণুপম মণি, রেজওয়ানুল হক রিজু, ননী গোপাল, এস এম জসিম, ফিরোজ আমিন, গোলাম সারোয়ার সম্রাট, আফরোজা রিকা প্রমুখ।
সবশেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় সংগঠনের কর্মীরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
টিআই