বান্দরবান: বান্দরবানের লামায় মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার আজিজনগর এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজনগর এলাকায় অভিযান চালিয়ে এসব মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এসবের বাজার মূল্য আনুমানিক ২ কোটি আশি লাখ টাকা। এসব মদ উদ্ধারের পর জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ সময় র্যাব ৭ এর উপ-অধিনায়ক এএসপি (সহকারী পুলিশ সুপার) শারাফাত, র্যাব ৭ এর কোম্পানি অধিনায়ক এস এম সাউদ হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরআই