ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আধুনিক খুলনা বিনির্মাণে স্থপতিদের অনন্য ভূমিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
আধুনিক খুলনা বিনির্মাণে স্থপতিদের অনন্য ভূমিকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান বলেছেন, প্রাচীন খুলনার ঐতিহ্য ধরে রেখে আধুনিক খুলনার বিনির্মাণে স্থপতিদের ভূমিকা অনন্য।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টায় নগরীর একটি অভিজাত হোটেলে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) খুলনার শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ আমলগীর,স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাছির, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা।

এর আগে উদ্বোধনী স্মারকের মোড়ক উন্মোচন করে আইএবি খুলনার শাখার উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এন মোহাম্মদ। আইএবি’র কর্মপদ্ধতি তুলে ধরেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্থাপতি কাজী এম আরীফ।

সূচনা বক্তব্য রাখেন আইএবি খুলনা শাখার সদস্য সচিব স্থপতি এস এম নাজিমুদ্দিন পায়েল। উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন আইএবি খুলনা শাখার আহ্বায়ক স্থপতি গৌরী শঙ্কর রায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আইএবি খুলনার স্থাপত্যের কাজের মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি আধুনিক খুলনার রূপায়নে অগ্রণী ভূমিকা রাখবেন স্থপতিরা।
 
বাংলাদশে সময়: ০২১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমআরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।