ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নন এমপিও শিক্ষকদের আমরণ অনশন চলছেই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
নন এমপিও শিক্ষকদের আমরণ অনশন চলছেই ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে অংশ নিয়ে কাঁদছেন শিক্ষকরা। নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে কান্নাবিজড়িত কণ্ঠে কয়েকজন শিক্ষক বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি মায়ের মমতা নিয়ে অনেকের পাশে এসে দাঁড়ান।

আপনার প্রতি আমাদের অনুরোধ আপনি আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদেরকে আমাদের পরিবার পরিজনদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে খুব বেশি টাকার প্রয়োজন হবে না। ’

অনশনে অংশগ্রহণকারীরা বলেন, ‘দু’দিন ধরে আমরা অনশনে রয়েছি। রাতে ঘুমাইনি, কিছু খাইনি। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ ঘরে ফিরবো না। ’
 
জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে আমরণ অনশন শুরু করে নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কার্মচারীরা।
 
শনিবার (৩১ অক্টোবর) অন্দোলন করা শিক্ষক-কর্মচারীদের অনশন দ্বিতীয় দিনে গড়িয়েছে।

অন্দোলনের নেতৃত্ব দেওয়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি মাহমুদ নবী বলেন, দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অনশন চলবে।

 বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এমআইএইচ/এএসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।