বগুড়া: বগুড়া জেলা জাসদের সভাপতি ও বগুড়া-৪ আসনের এমপি রেজাউল করিম তানসেন বলেছেন, দেশ শান্তিপূর্ণ পরিবেশে উন্নয়ন ও অগ্রগতির ধারায় এগিয়ে চলছে। এতে করে স্বাধীনতা বিরোধীদের গায়ে জ্বালা ধরেছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের সাতমাথায় জেলা জাসদ আয়োজিত জাসদের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মিঠু, জেলা জাসদের সহ-সভাপতি জাহিদুল ইসলাম খান, জাসদ নেতা ইমদাদুল হক এমদাদ, মনোয়ার হোসেন বাবু, জীবন কৃষ্ণ যাদব, কামরুজ্জামান কামরুল, গোলাম মোস্তফা ঠান্ডু, সিদ্দিকুল আলম মামুন, গোলাম ফারুক, হারুনার রশিদ হারুন, দানা তালুকদার, হাসানুল মঞ্জুর দোদুল, যুবজোটের ওবায়দুল হক, ছাত্রলীগের ইছমাইল হোসেন দুখু, নুরুল হুদা প্রিন্স, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মকবুল হোসেন, হোটেল শ্রমিক ইউনিয়নের সা.সম্পাদক আশরাফ আলী, আনছার আলী, রায়হান প্রমুখ।
সমাবেশে এমপি রেজাউল করিম তানসেন আর বলেন, বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই তারা উঠে পড়ে লেগেছে। তাদের মূল এজেন্ডা নির্বাচন নয়। নির্বাচনের নামে সাংবিধানিক প্রক্রিয়াকে ব্যাহত করা। যুদ্ধাপরাধীদের বিচার ও খালেদা-তারেকের বিরুদ্ধে দুর্নীতি ও খুনের বিচার বন্ধ করা।
সমাবেশ থেকে তিনি রাজধানীতে বই প্রকাশকসহ ব্লগারদের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এমবিএইচ/আরআই