বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পৌরসভার এক কর্মচারীকে চাঁদার দাবিতে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ইবাদ ওরফে ইবা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাতে পৌরসভার পানির লাইন তদারককারী রাশেদুজ্জামান পুলিশের কাছে অভিযোগ করলে পোর্ট থানা পুলিশ তাকে বেনাপোল বাজার থেকে আটক করে।
আটক ইবা বেনাপোল গ্রামের শাকের মোড়লের ছেলে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ইবার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পৌর কর্মচারীকে মারধরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার সকাল ৯টায় তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর