ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হিলিতে ৫০ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
হিলিতে ৫০ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের চন্ডিপুর মাঠ থেকে ৫০ হাজার পিস গরু মোটাতাজাকরণ প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

রোববার (০১ নভেম্বর) ভোরে বিজিবি অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ এসব ভারতীয় ট্যাবলেট উদ্ধার করে।



বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বাংলানিউজকে জানান, ভোরে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি বস্তার ভিতর থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।

সকালে ট্যাবলেটগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।