ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি ক্রয়ে অপচয় রোধে বাড়বে জিডিপি প্রবৃদ্ধি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
সরকারি ক্রয়ে অপচয় রোধে বাড়বে জিডিপি প্রবৃদ্ধি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি কেনাকাটায় শতকরা ১০ ভাগ অপচয় রোধ হলে জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক ৫ ভাগ বাড়ে যাবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (০১ নভেম্বর) সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে তৃতীয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সরকারি ক্রয় সংক্রান্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, সরকারি কেনাকাটায় দামের সঠিকতা যাচাইয়ের পাশাপাশি পণ্য কতটা টেকসই সে বিষয়টি দেখতে হবে। কেনা পণ্যটি পরিত্যক্ত হওয়ার পরে এর বিক্রয়মূল্য কতো হবে সেই বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। কেনাকাটার সঠিক পরিমাণ, সঠিক সময় ও সঠিক স্থান- এই তিন বিবেচনায়ই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। তবেই সরকারি ক্রয়ে অপচয় রোধ হবে।

তিনি আরও বলেন, সরকারি ক্রয়ে যে অর্থ ব্যয় হয়, ভুলে গেলে চলবে না তা জনগণের অর্থ। কাজেই এ অর্থ জনগণের উন্নয়নে সঠিকভাবে ব্যবহারে আমাদেরকে আরও দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা দেখাতে হবে। এ জন্যে সরকারি ক্রয়ে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই।

আ হ ম মুস্তফা কামাল বলেন, সব মন্ত্রণালয়েরই ক্রয় কার্যক্রম পেপারলেস হয়ে যাবে। এবারের সপ্তম-পঞ্চ বার্ষিক পরিকল্পনায় গড় জিডিপি’র প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে। এই প্রবৃদ্ধি অর্জনে ব্যাপক সরকারি বিনিয়োগ হবে। একে অর্থবহ করতে হলে পণ্য ক্রয়ে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই।

‘ইউপোরীয় ইউনিয়নের (ইইউ) প্রতিটি দেশ যদি একে অপরকে সাহায্য করতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলো কেন পরস্পরের পাশে দাঁড়াতে পারবে না? যদি ইউরোপের দেশগুলোর মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোও একে অপরকে সাহায্য-সহযোগিতা করে, তবে এই অঞ্চলে আন্তঃবাণিজ্য আরও বাড়বে। ’

এসময় উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিন রামা, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুকিকো হিগুচি প্রমূখ।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্ট, নভেম্বর ০১, ২০১৫
এমআইএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।