ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দীপন হত্যার প্রতিবাদ

আজিজ সুপার মার্কেট তিনদিন বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
আজিজ সুপার মার্কেট তিনদিন বন্ধ ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সল আরেফিন দীপনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার প্রতিবাদে রোববার (০১ নভেম্বর) থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত আজিজ সুপার মার্কেট তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি এ ঘোষণা দিয়েছে।



সমিতির সভাপতি নাজমুল আহসান নাজু রোববার দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে বেলা ১২টার দিকে আজিজ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির লোকজন একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ, টিএসসি, কাঁটাবন ঘুরে আজিজ সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়।

এ সময় দীপন হত্যার প্রতিবাদে- ‘দীপন হত্যার বিচার চাই, দীপনের রক্ত বৃথা যেতে দেবোনা, দীপনের খুনিরা হুঁশিয়ার-সাবধানসহ’ বিভিন্ন শ্লোগান উচ্চারণ করা হয়। মিছিলে ব্যবসায়ী সমিতির প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদকও ছিলেন দীপন।

এদিকে, নামাজের জানাজার জন্য রোববার বাদ জোহর দীপনের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আজিজ মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর অফিস থেকে উদ্ধার করা হয় ফয়সল আরেফিন দীপনের মরদেহ।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫/আপডেট: ১৩২৭ ঘণ্টা
এইচআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।