সিরাজগঞ্জ: গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক যুবক ও তার পরিবারের সদস্যদের মারধর এবং বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বখাটের পরিবারের লোকজন।
শনিবার (৩১ অক্টোকর) মধ্যরাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর মোহনপুর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় বৃদ্ধাসহ ৩ জন আহত হয়েছে। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, ওই গ্রামের মৃত অতুল দাসের স্ত্রী অনিতা দাস (৬০), মৃত রাজেন দাসের স্ত্রী ঝুমুর বালা দাস (৭৫) ও ভজন চন্দ্র দাসের ছেলে অজিত দাস (১৮)।
ভজন চন্দ্র দাস বাংলানিউজকে জানান, তার এক ভাগ্নের স্ত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতো প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে সুমন ও মোহন। বিষয়টি জামাল উদ্দিনকে জানান তিনি।
শনিবার রাতে তার ওই ভাগ্নের ঘরের চালায় ঢিল ছোঁড়ে সুমন। এ নিয়ে তার ছেলে ছেলে অজিত দাস প্রতিবাদ করলে তাকে মারধর করে সুমন।
এ সময় ঝুমুল বালা ও অনিতা দাস এগিয়ে এলে সুমন, তার বাবা জামাল উদ্দিন, ভাই মোহন, সজীব ও মা সনেকা লাঠিসোটা দিয়ে তাদের উপর হামলা করে মারধর করেন ও বাড়িতে ভাঙচুর চালান।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ফরিদুল ইসলাম জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর