ঢাকা: জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর সত্ত্বাধিকারী ও লেখক আহমেদুর রশীদ টুটুলের উপর হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আনসার আল ইসলাম (আল কায়েদা ভারতীয় উপমহাদেশ শাখা)।
রোববার (০১ নভেম্বর) দুপুরে এক ই-মেইল (ansar.al.islam.bd) বার্তায় এ দায় স্বীকার করে সংগঠনটি।
আনসার আল ইসলাম’র মুখপাত্র মুফতি আবদুল্লাহ আশরাফ স্বাক্ষরিত বিবৃতিতে পরবর্তী টার্গেট কারা সে বিষয়টি উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫/আপডেট: ১৪০৭ ঘণ্টা
জেডএস
।