চুয়াডাঙ্গা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সীমান্ত পেরিয়ে কিভাবে ভারতে প্রবেশ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
রোববার (০১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে নবগঠিত ৫৮ ব্যাটালিয়নের পতাকা উত্তোলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ওই ঘটনায় বিজিবির কোনো অবহেলা রয়েছে কি না তাও তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে সালাহ উদ্দিন অবৈধভাবেই ভারতে প্রবেশ করেছেন।
সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে আইএসএর কোনো অস্তিত্ত্ব নেই। দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই এ হত্যাকাণ্ড।
তিনি আরো বলেন, বিজিবি পুনর্গঠনের অংশ হিসেবে আজ থেকে বিজিবিতে ৫০ জন নারী সদস্য যুক্ত হলেন। ভবিষ্যতে বিজিবিতে আরো নারী সদস্য নিয়োগ করা হবে।
এরআগে সকাল ১০টায় বিজিবির মহাপরিচালক নবগঠিত ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ওই ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর