ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদক বিরোধী সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
মানিকগঞ্জে মাদক বিরোধী সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: ‘জীবন একটাই, তাকে ভালোবাসুন, মাদককে না বলুন’ স্লোগানে মানিকগঞ্জে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকের কুফল সম্পর্কে যুব সমাজকে সচেতন করতে রোববার (০১ নভেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।



মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত  সংবাদকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।