ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সমাজভিত্তিক সংগঠনগুলোর জাতীয় সম্মেলন শুরু বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
সমাজভিত্তিক সংগঠনগুলোর জাতীয় সম্মেলন শুরু বুধবার ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চর, হাওর, উপকূল এবং তৃণমূল পর্যায়ের মানুষের অংশগ্রহণে রাজধানীতে সমাজভিত্তিক সংগঠনগুলোর দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃণমূল ও জনপ্রতিনিধি, উদ্যোক্তা, উন্নয়ন গবেষক, বেসরকারি উন্নয়ন কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষেরাও সম্মেলনে অংশগ্রহণ করবেন।


 
আগামী বুধ ও বৃহস্পতিবার ৪ ও ৫ নভেম্বর রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘সমঅংশগ্রহণমূলক উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক সংগঠনসমূহের জাতীয় সম্মেলন ২০১৫’ শীর্ষক সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
 
রোববার (০১ নভেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অক্সফামের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ জাতীয় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অক্সফামের উইন অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার মনীষা বিশ্বাস।
 
লিখিত বক্তব্যে তিনি জানান, সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় এক হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ তিনটি কারিগরি অধিবেশনে সমাজভিত্তিক সংগঠন ও প্রান্তিক মানুষের সমস্যা এবং সম্ভাবনার ওপর ছয়টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, সংসদ সদস্য এবং পুরস্কার পাওয়া নারী কৃষক ও উদ্যোক্তারা বক্তব্য রাখবেন।
 
লিখিত বক্তব্যে সম্মেলনের মূল উদ্দেশ্যে হিসেবে বলা হয়, প্রান্তিক ও প্রত্যন্ত এলাকায় সমাজভিত্তিক সংগঠনগুলোর প্রচেষ্টায় গড়ে ওঠা ঘাতসহিষ্ণু ও টেকসই জীবিকায়ন মডেল তুলে ধরা। এতে সাহসী নারী পুরুষদের সফলতা, সংগ্রামের তথ্য উল্লেখ থাকবে।
 
এছাড়া রয়েছে তৃণমূল মানুষের অধিকার প্রতিষ্ঠায় উন্নয়ন পরিকল্পনার ধরন সম্পর্কে নীতি নির্ধারকদের কাছে তথ্য তুলে ধরার মাধ্যমে গণকেন্দ্রিক উন্নয়ন অগ্রাধিকারের পক্ষে জনমত তৈরি করা এবং সবার মতামতের ভিত্তিতে একটি ভবিষ্যতমুখি কর্মসূচি হিসেবে ঘোষণাপত্র গ্রহণ করা।

সংবাদ সম্মেলনে ১২টি দাবিও তুলে ধরা হয়।
 
অক্সফামের প্রোগ্রাম ডিরেক্টর এম বি আখতার সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় সম্মেলনে তৃণমূল মানুষদের কথা উঠে আসবে। তাদের জীবনের গতি কীভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আলোচকরা। দুর্যোগ মোকাবেলা করে কীভাবে তৃণমূল মানুষেরা বেঁচে আছেন সে গল্পও উঠে আসবে।
 
নাগরিক সংহতির জেনারেল সেক্রেটারি শরিফুজ্জামান শরিফের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, নারীনেত্রী রোকেয়া কবীর, তৃণমূল পর্যায় থেকে আসা কর্মী রাবেয়া বেগম, বেলাল খান।
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
একে/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।