ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাটমোহরে অস্ত্র-গুলিসহ আটক ব্যক্তি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
চাটমোহরে অস্ত্র-গুলিসহ আটক ব্যক্তি কারাগারে ছবি : প্রতীকী

পাবনা: পাবনার চাটমোহর উপজেলায় সাইদুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (০১ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


 
তিনি উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঘাসিখোলা গ্রামের রয়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে।

এর আগে শনিবার (৩১ অক্টেবর) রাত সোয়া ১১টার দিকে ঘাসিখোলা গ্রামে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি শ্যুটারগান ও দুই রাউন্ড গুলিসহ সাইদুর রহমানকে আটক করে পুলিশ।
 
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, শনিবার রাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে ঘাসিখোলা গ্রামে সাইদুর অস্ত্রসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সাইদুরকে দেশীয় তৈরি একটি শ্যুটারগান ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটক সাইদুরের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।