ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দেশে অ্যামনেস্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
দেশে অ্যামনেস্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুদ্ধাপরাধীদের মুক্তি চাওয়া এবং মুক্তিযোদ্ধাদের বিচার চেয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ।

রোববার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ দাবি জানায় সংগঠনটি।

কর্মসূচিতে অবিলম্বে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে তাদের বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া এবং বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা অংশ নেন। এতে জাতীয় সংসদ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া বক্তব্যের প্রতিবাদ এবং সে বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

কর্মসূচিতে দাবি করা হয়, দুই বিদেশি হত্যা, প্রকাশক হত্যা, পুলিশ হত্যা, তাজিয়া মিছিলে বোমা হামলা এবং ট্রান্সপারেন্সি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য একই সূত্রে গাঁথা।

কর্মসূচিতে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং টিআইবি বিএনপি-জামায়াতের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে এ ধরনের বক্তব্য দিয়েছে। দেশে সাম্প্রতিক যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং অ্যামনেস্টি ইন্টান্যাশনাল ও টিআইবি যে বক্তব্য দিয়েছে তা একই সূত্রে গাঁথা। এরা রাজনৈতিক দলের মতো বক্তব্য দিয়েছে।

শাজাহান খান এ সংগঠন দু‘টির উদ্দেশে বলেন, বিএনপি- জামায়াতের কাছ থেকে কতো টাকা খেয়েছেন তা আমরা জানি। রাজাকার যুদ্ধাপরাধীদের যেভাবে বাংলার মাটিতে প্রতিহত করা হয়েছে, আপনাদেরও একইভাবে প্রতিহত করা হবে। এ ধরনের বক্তব্য বাংলার মানুষ মেনে নেবে না। বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাই। যতক্ষণ পর্যন্ত বক্তব্য প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা মানবতাবিরোধী হত্যাকারীদের পক্ষ নিয়েছেন। আপনাদেরও গণআদালতে বিচার করা হবে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সহ-সভাপতি ইসমত গাদির গামা। তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও টিআইবির কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে পারবে না। টিআইবি যেখানে কার্যক্রম চালাতে যাবে, সেখানেই মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলতেন।

কর্মসূচিতে সংগঠনের নেতা নজরুল ইসলাম বাচ্চু বলেন, অবিলম্বে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিস বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সংগঠনটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাই।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ খান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সালাহউদ্দিন, আব্দুল মালেক ভুইয়া প্রমুখ। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসকে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।