ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রকাশক দীপনের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
প্রকাশক দীপনের দাফন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপনের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (০১ নভেম্বর) দুপুর ২টা ৪২ মিনিটে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।



এসময় তার পরিবারের সদস্যরা ছাড়াও লেখক, প্রকাশক ও বুদ্ধিজিবীসহ নানা স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন দুপুর পৌনে ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ময়না তদন্ত ও বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে  দীপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় নিহত দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শ্বশুর ডা. জালালুর রহমান ও বন্ধু আজিজুল ইসলাম ওয়ালি মরদেহ গ্রহণ করেন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটে ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর কয়েক ঘণ্টা আগে একইদিন দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে তিন প্রকাশক-লেখককে এলোপাতাড়ি কোপানোর পর গুলি করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসইউজে/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।