ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে অগ্নিকাণ্ডে ২৩ দোকান পুড়ে গেছে। এতে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
শনিবার (১ নভেম্বর) গভীর রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানায়, গভীর রাতে বাজারের অমূল্য সাহার দোকানে বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে ২৩টি দোকানের দোকানের টাকা, মালামালসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।
খবর পেয়ে কসবা, আখাউড়া ও কুমিল্লার কোম্পানিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। কয়েক ঘণ্টা চেষ্টার পর ভোরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এমজেড