ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় শ্বশুর বাড়িতে জামাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
গাইবান্ধায় শ্বশুর বাড়িতে জামাইয়ের মৃত্যু ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে মধু মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  
 
হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে শ্বশুর বাড়ির লোকজন দাবি করলেও হত্যার অভিযোগ করেছেন নিহতের বাবা।

  
 
শনিবার (৩১ অক্টোবর) রাতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরইন ছয়ঘড়িয়া গ্রামে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
 
রোববার (১ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  
 
মধু মিয়া সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটির ঝাকুয়াপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে।  
 
মধুর শ্বশুর আলম বাংলানিউজকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার বাড়িতে আসার পথে বুকে ব্যথা অনুভব করেন মধু মিয়া। তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন ওই চিকিৎসক। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মধু মিয়ার মৃত্যু হয়েছে।
 
এদিকে, মধুর বাবা হাফিজার রহমান অভিযোগ করে বলেন, শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে মধু মিয়াকে হত্যা করে হৃদরোগে মৃত্যু হয়েছে বলে প্রচার করছে।  
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, মৃতদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।  
 
এ ঘটনায় মধু মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।  
 
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।