ঢাকা: বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া বিবৃতির শক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রোববার (০১ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেদারল্যান্ড্স সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সম্প্রতি যুদ্ধাপরাধীদের মুক্তি এবং মুক্তিযোদ্ধাদের বিচার চেয়ে একটি বিবৃতি প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তাদের বিবৃতি স্টাডি করে আমরা ইতিমধ্যে একটা শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছি। তাদের বিবৃতির কনটেন্ট এর বেশির ভাগ অংশই অগ্রহণযোগ্য। শুধু অগ্রহণযোগ্যই নয়, আমাদের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অসম্মান করা হয়েছে।
আগামী দু’একদিনের মধ্যেই জবাব পাঠানো হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ বিষয়ে বলেন, এ সর্ম্পকে যা দরকার আমরা সব করবো। অবশ্যই করবো।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে একাত্তরের যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। সেখানে বিচার প্রক্রিয়াকে ত্রুটি পূর্ণ বলা হয়।
স্বাধীনতার পক্ষের শক্তিগুলোও গুরুতর অপরাধ করেছিলো। তবে তাদের কারও বিরুদ্ধে তদন্ত হয়নি বা কাউকে বিচারের আওতায় আনা হয়নি। বিবৃতিতে এমন কথাও বলা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫/আপডেট ১৮৩৪ ঘণ্টা
এমইউএম/বিএস