ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষমতা চায় নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সব স্থানীয় নির্বাচন আইনের সংশোধন আনার প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
রোববার (০১ নভেম্বর) ইসির সহকারী সচিব রওশন আরা স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এ প্রস্তাবনাটি পাঠান।
এতে বলা হয়েছে, স্থানীয় সরকারের সব সংস্থার সাধারণ নির্বাচন ও শূন্যপদে নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব হয় না। তাই স্থানীয় সরকার নির্বাচনের আওতায় পৌরসভা, ইউনিয়ন পরিষদ (ইউপি), উপজেলা ও সিটি করপোরেশন আইনের সংশোধন করা প্রয়োজন।
এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের সময় গণনার ক্ষেত্রে সংশোধনীর আনার প্রস্তাবনা পাঠিয়েছে ইসি। এজন্য ইউপি, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান আনার কথা বলা হয়েছে। তবে নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব না হলে, নির্বাচন কমিশন যুক্তিসঙ্গত স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে পারবে। অর্থাৎ কোনো কারণে পাঁচ বছরের মধ্যে নির্বাচন না করতে পারলে, নির্বাচন কমিশন সে সময়ের পরে নির্বাচন করতে চায়। এক্ষেত্রে সে নির্বাচনের সময় ইসিই নির্ধারণ করবে। বর্তমানে আইনে নির্দিষ্ট সময়ে মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির উপ-সচিব পর্যায়ের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, আইনানুযায়ী বর্তমানে ইউপি, উপজেলা ও সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। পৌরসভার বেলায় মেয়াদ শেষ হওয়ার আগের নব্বই দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। যদিও সব নির্বাচনের ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগের নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিধান আনার প্রস্তাব করা হয়েছে, কিন্তু ইসির সংশোধনী প্রস্তাব পাশ হলে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না। কেননা, সংস্থাটি সময়ের পরে যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণের ক্ষমতা চেয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
ইইউডি/আরএম