গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে আমিনুল ইসলাম (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (০১ নভেম্বর) সকালে কেরামত শাহ মাজার এলাকা থেকে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় চন্দ্রা মন্ডলপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া বাংলানিউজকে জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতের কোনো এক সময় কেরামত শাহ মাজারের পাশের জলপাই গাছে গলায় ফাঁস নেন আমিনুল।
পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মেয়ের সাথে আমিনুলের প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। এ কারণেই আত্মহত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে।
ময়না তদন্তের জন্য আমিনুলের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান রাসেল মিয়া।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএইচএস/আরএইচ