ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঘুমপাড়ানির গল্প আর শুনতে চাই না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ঘুমপাড়ানির গল্প আর শুনতে চাই না মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান

ঢাকা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে আশার বানী শোনাবে ‘এই দুই/এক দিনের মধ্যে অপরাধীদের ধরা হচ্ছে, সনাক্ত করা হচ্ছে। কিন্তু আমরা এই ঘুমপাড়ানির গল্প আর শুনতে চাই না।



রোববার(১ নভেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রকাশক-লেখকদের দেখতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এ কথা বলেন।

মিজানুর রহমান বলেন, এই যে ব্লগারদের একের পর এক হত্যা করা হচ্ছে। দ্রুত গতিতে অপরাধীদের সনান্ত করতে হবে। বিচারের আওতায় আনতে হবে। এই অপরাধীরা যদি দণ্ডপ্রাপ্ত না হয়, ধরা না পড়ে তাহলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে পারে। উগ্রধর্মান্ধরা বেশি উৎসাহ বোধ করবে।

তিনি বলেন, অভিজিৎসহ কয়েকজন ব্লগারকে হত্যা করা হয়েছে। পূর্বের এ ঘটনাগুলোয় আমরা প্রত্যাশা করেছিলাম, সেইসব অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। দুঃখজনক হলেও সত্য ওই কাজগুলো এখনও করা হয়নি।

ড. মিজানুর রহমান আরও বলেন, আইনপ্রয়োগ, বিচার ও অপরাধীদের সনাক্তের ক্ষেত্রে শিথিলতার কারণে অপরাধীরা অপরাধ করে চলছে। শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে আশার বানী শোনাবে। এই দু/এক দিনের মধ্যে ধরা হচ্ছে। দ্রুত সনাক্ত করা হচ্ছে। এই ঘুম পাড়ানির গল্প আর আমরা শুনতে চাই না।

তিনি বলেন, এখন আমাদের মনে সন্দেহ হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে উগ্রধমার্ন্ধ কেউ লুকিয়ে আছে কিনা। এটি রাষ্ট্রকে খুঁজে বের করতে হবে। আর সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে সনাক্ত করতে হবে কেন। আইনশৃঙ্খলা বাহিনী ইচ্ছা করলেই অপরাধীদের গ্রেফতার করতে পারে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এজেডএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।