ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবারের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম।
 
রোববার বিকেলে (০১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নারী ও কন্যাশিশু প্রতিরোধ মাস, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।


 
আয়েশা খানম বলেন, পরিবারের মধ্যেই নারী ও শিশু নির্যাতনের হার বাড়ছে। পরিবারের মধ্যে যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে আমরা কোথায় দাঁড়াবো! তাই পরিবারের মধ্যে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
 
লিখিত বক্তব্য উপস্থাপন করেন আইনজীবী দীপ্তি শিকদার।

তিনি জানান, ‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধের দূর্গ’, এ স্লোগান সামনে নিয়ে নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ মাস উদযাপন করা হবে। আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এ প্রতিরোধ মাস।
 
তিনি আরও জানান, ছেলে ও মেয়ে সন্তানদের মধ্যে সমতা গড়ে তুলতে হবে। বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই করা যাবে না। নারীর মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা সবার দায়িত্ব।
 
সংবাদ সম্মেলনে গত নয় মাসের নারী ও শিশু নির্যাতনের চিত্রও তুলে ধরা হয়।

এসময় জানানো হয়, গত নয় মাসে তিন হাজার ৩শ ৩৬টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। দেশের ১৪টি জাতীয় পত্রিকা থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুদা বোরহানা বেগম, লিগ্যাল এইড সাহানা কবীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
একে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।