ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বার্ডে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারদের প্রশিক্ষণ শুরু

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
বার্ডে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারদের প্রশিক্ষণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: বংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে (বার্ড) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত দুই মাস ব্যাপী বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স (১১৬তম ব্যাচ) শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) কোর্সটির উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ।



অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুমিল্লা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. মোহসীন-উজ-জামান চৌধুরী।

অনুষ্ঠানে প্রশিক্ষণ  পরিচালক ড. কামরুল আহসান, প্রশিক্ষণার্থীগণ ছাড়াও অন্যান্য অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 কোর্সটিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫০  কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

সভাপতির বক্তব্যে বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশি ও বিদেশি প্রশিক্ষণার্থীদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে আসছে।

এ সময় তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডো), সিরডাপ-এর মতো সংস্থার প্রশিক্ষণার্থীদের জন্য নিয়মিতভাবে বার্ডে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করেন।  

সম্মানিত অতিথি কুমিল্লা মেডিকেলের প্রিন্সিপাল প্রফেসর ড. মোহসীন-উজ-জামান চৌধুরী তার বক্তব্যে বলেন, চাকরি জীবনের শুরুতে বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। সেদিক থেকে প্রশিক্ষণার্থীদের তিনি ভাগ্যবান বলে মনে করেন।   

কোর্স পরিচালকের প্রতিনিধি হিসেবে ড. শিশির কুমার মুন্সী একাডেমিকভাবে বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সটি সবার সামনে তুলে ধরেন।

এই প্রশিক্ষণে সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন বাডর্ গ্রন্থাগারের সহকারী পরিচালক বেগম শারমিন শাহরিয়া।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।