ঢাকা: রাজধানীতে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনায় আদালতে দায় স্বীকার করেছেন গ্রেফতারকৃত আসামি ভাগ্নে রাসেল।
রিমাণ্ডে থাকাকালীন রাসেল আদালতে স্বীকারোক্তি করার কথা জানালে রোববার (১ নভেম্বর) তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।
তাবেলা সিজার ঢাকায় নেদারল্যান্ডস ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আসিসিও-বিডি এর প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত ২৬ অক্টোবর আসামি শ্যুটার রুবেলও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এনিয়ে দু’আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অপর দুই আসামি চাকতি রাসেল ও সাখাওয়াত হোসেন শরিফ বর্তমানে রিমাণ্ডে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এমআই/বিএস