রাজশাহী: রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ০৮ ডিসেম্বর এ উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (০১ নভেম্বর) দুপুরে পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ তফশিল ঘোষণা করেন।
ঘোষিত তফশিল থেকে জানা যায়, আগামী ১২ নভেম্বর মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৫ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ০৮ ডিসেম্বর। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ চলবে।
চেয়ারম্যান পদ প্রার্থীদের প্রত্যেককে জামানত দিতে ১০ হাজার টাকা ও ভোটার তালিকার সিডির জন্য ১৩ হাজার টাকা দিতে হবে। প্রার্থিতা প্রত্যাহার করলে সিডির টাকা ফেরত পাওয়া যাবে না।
পবা উপজেলার চেয়ারম্যান মকবুল হোসেন গত ২৮ সেপ্টেম্বর মারা যান। বর্তমানে ভাইস চেয়ারম্যান আশরাফুল হক তোতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএস/এসএস